জেলেদের জম ছিলেন বশীর ডাকাত | রূপান্তরের গল্প ১১ | Rupantorer Golpo 11 | দস্যুমুক্ত সুন্দরবন | সুন্দরবনের গল্প | Sundarbaner Goppo | Story of Sundarbans | মোহসীন উল হাকিম | Mohsin Ul Hakim
জুলফু বাহিনী ছিলো সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর দস্যু দল। পশুরের পূর্ব পাশ আর পুরো বঙ্গোপসাগর ছিলো তার আয়ত্বে। সেই দস্যুনেতার আপন মামা বশীর। ভাগ্নের দস্যুদলের সাধারণ সদস্য হলেও তার দাপট ছিলো খুব। মামা বলে কথা।
অপহৃত জেলেদের জম ছিলেন বশির। মারপিট করতেন খুব। তাই আত্মসমর্পণের পর বেশ আতঙ্কে ছিলেন। জেল থেকে বের হয়ে তবুও বাড়ি ফিরেন। মংলার জয়মনিরঘোলের মসজিদ থেকে শুরু। প্রতি শুক্রবার এক একটা মসজিদে নামাজ পড়েছেন। নামাজ শেষে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছেন। এভাবেই ধীরে ধীরে মিশে গেছেন প্রতিবেশীদের সঙ্গে।
বাড়িতেই কাঁকড়ার ঘর করেছেন। করছেন কাঁকড়া আর পোণার ব্যবসা। মামলা প্রত্যাহারের পর সেই কাজে গতি এসেছে।