সেই ভয়ঙ্কর দস্যু এখন সাগরের মাঝি | রূপান্তরের গল্প ০১ | Rupantorer Golpo 01 | দস্যুমুক্ত সুন্দরবন | সুন্দরবনের গল্প | Sundarbaner Goppo | Story of Sundarbans | মোহসীন উল হাকিম | Mohsin Ul Hakim
রূপান্তরের গল্প ০১ : সেদিন সাগর পারি দিচ্ছিলাম। দূর থেকে একটি ট্রলার এগিয়ে আসছিলো। ইশারায় থামতে বললো। কাছে আসতেই চিনে ফেললাম। ফরিদ (দস্যু নাম ছিলো কিন্তেন ফরিদ)। কাছে আসতেই জড়িয়ে ধরলেন। তারপর টেনে নিলেন নিজের ট্রলারে। তারপর চুলার কড়াই থেকে রান্না করা চিংড়ি মাছ তুলে দিলেন হাতে।
সুন্দরবনের দস্যু দুনিয়াতে পরিচয় ফরিদের সঙ্গে, প্রায় ১২ বছর আগে। বাড়ি বাগেরহাটের রামপালে। প্রায় দেড় যুগের দস্যু জীবনের অবসান ঘটেছিলো আত্মসমর্পণের মধ্য দিয়ে। হাতের 1147 শর্টগানটি তিনি আমার হাতে তুলে দেন। নিজের হাতে সেটি বয়ে এনেছিলাম, তুলে দিয়েছিলাম সারেন্ডারের জন্য।
সুন্দরবনের দস্যুরা জীবনে ফিরবে, কাজে ফিরবে সেটা অনেকেই ভাবতে পারেননি। আমি দস্যুতা ছেড়ে আসা মানুষদের খোঁজ খবর রাখার চেষ্টা করি। রূপান্তরের গল্পগুলো নিয়ে একটা বইও হতে পারে আপনারা চাইলে….
দুটি ছবিই আমার তোলা। বামের ছবিটি ভিতরে ২০১৭ সালে। ডানের ছবি বঙ্গোপসাগরে গত ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।