রূপান্তরের গল্প ০২ | Rupantorer Golpo 02

সেই লোকমান, এই লোকমান | রূপান্তরের গল্প ০২

সেই লোকমান, এই লোকমান | রূপান্তরের গল্প ০২ | Rupantorer Golpo 02 | দস্যুমুক্ত সুন্দরবন | সুন্দরবনের গল্প | Sundarbaner Goppo | Story of Sundarbans | মোহসীন উল হাকিম | Mohsin Ul Hakim


রূপান্তরের গল্প ০২ : বদলে যাওয়া এই মানুষকে চিনতে পারছেন?

পূর্ব সুন্দরবন তখন তটস্থ। ২০১৭ সালের মাঝামাঝি। দস্যু সাত্তার বাহিনীর খুব দাপট। আত্মসমর্পণ প্রক্রিয়া বন্ধে একটি পক্ষ্য বেশ সক্রিয়। আমার নামে তখন বদনামের শেষ নাই। দস্যুদের পৃষ্ঠপোষক, কিছু ব্যবসায়ী আর আইন শৃঙ্খলা বাহিনীর কিছু লোকজন একসুরে কথা বলছিলেন। সেবারও ধৈর্য ধরেছি। দস্যুদের আত্মসমর্পণ নিয়ে আর কাজ করছি না, এমন খবর ছড়িয়ে তাঁদের বিভ্রান্ত করেছি। অবশ্য সবার চোখের আড়ালে সুন্দরবনের অবশিষ্ট দস্যু দলগুলোর সঙ্গে কথা বার্তা, দেখা সাক্ষাত চালিয়ে যাচ্ছিলাম।

মধ্য জুলাই ২০১৮। সাত্তার বাহিনীর সঙ্গে দেখা করলাম বনের গহীনে গিয়ে। সেখানেই দেখা লোকমান হেকিমের সঙ্গে। বন্দুক হাতের সেই যুবক এক সময় সুন্দরবনে মাছ ধরতেন। নানা কারণে তারপর দস্যুতায় নামা। বললাম এবার বাড়ি যেতে হবে। লোকমান বললেন এক পায়ে দাঁড়িয়ে তারা। আমি বললাম অপেক্ষা করো। সরকার আত্মসমর্পণ করতে দিবে না এ মুহুর্তে। সময় হলে জানাবো।

লোকমান হেকীমরা অপেক্ষা করেছিলো। সারেন্ডার করেছিলো। এরপর বছর দুই একটি থ্রি হুইলার চালানো। পোষাচ্ছিলো না। অবশেষে আবার সেই পুরনো পেশায় ফিরেছে লোকমান। সুন্দরবনে মাছ ধরে বেশ চলছে সংসার।

আপনারা যাঁরা আমার বইটি পড়েছেন বা দেখেছেন তাঁরা লোকমানকে চিনবেন নিশ্চয়ই?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top