পাটোয়ারী নামে কাঁপতো সুন্দরবন | রূপান্তরের গল্প ০৩ | Rupantorer Golpo 03 | দস্যুমুক্ত সুন্দরবন | সুন্দরবনের গল্প | Sundarbaner Goppo | Story of Sundarbans | মোহসীন উল হাকিম | Mohsin Ul Hakim
রূপান্তরের গল্প ০৩ : ছোটবেলায় বাবার সঙ্গে সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরতে যেতো মিলন। কৈশোর পেরুনোর আগেই পরিচয় দস্যুতার সঙ্গে। চটপটে স্বভাবের মিলন প্রথমে ছোট একটি দস্যুদল গড়ে তোলে। পশ্চিম সুন্দরবনের লোকালয় সংলগ্ন সুন্দরবনে ছিলো তাদের বিচরণ। এরপর ডাকসাইটে দস্যুদল মোতালেব বাহিনীতে যোগ দেয়। ভয়ঙ্কর দস্যুতে পরিণত হয় তখনই।
জেলেদের মধ্যে পাটোয়ারী নামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মোতালেবের মৃত্যুর পর মজনু বাহিনীতে যোগ দেয়া। কখনও আলিফ বাহিনীতে দস্যুতা করা। এক সময় আর বাড়ি ফেরার উপায় থাকে না।
সশস্ত্র দস্যু মিলন পাটোয়ারী পরে ভুল বুঝতে পারে। সারেন্ডার করে ফিরে আসে স্বাভাবিক জীবনে। জেল থেকে বের হয়ে ফিরে আসে বাড়িতে, সাতক্ষীরার মুন্সীগঞ্জে। কিছু জমি ছিলো। সেখানে শুরু হয় ধান চাষ। লবণ এলাকায় সেটি আরেক যুদ্ধ। সেই যদ্ধ চলছে মিলনের। স্ত্রী সন্তানদের নিয়ে কাটছে মুক্তত জীবন। রূপানন্তরের যাত্রায় মিলন একটি ভালো উদাহরণ।