রূপান্তরের গল্প ১৪ | Rupantorer Golpo 14

বনদস্যুদের ডেরায় দেখি শতাধিক মানুষ! | রূপান্তরের গল্প ১৪

বনদস্যুদের ডেরায় দেখি শতাধিক মানুষ! | রূপান্তরের গল্প ১৪ | Rupantorer Golpo 14 | দস্যুমুক্ত সুন্দরবন | সুন্দরবনের গল্প | Sundarbaner Goppo | Story of Sundarbans | মোহসীন উল হাকিম | Mohsin Ul Hakim


রূপান্তরের গল্প ১৪ : হংসরাজ নদীর মাইটে খালের মুখ থেকে রওনা হলাম। ঘন্টা দুই বনের গভীরে চললো দুটি ট্রলার। সামনে দস্যুদেরটি আর তার পেছনে আমাদেরটা। লম্বা খাল নদী পেরিয়ে গভীর রাতে পৌঁছে গেলাম গন্তব্যে। জায়গাটির নাম ঝাইলো। ঝাইলোর খাল নামে পরিচিত। অনেক নাম শুনেছি। কিন্তু সেবারই প্রথম গেলাম।

ট্রলারগুলো ছোট খাল ধরে বেশ ভেতরে ঢুকিয়ে নেয়া হলো। আমি ছিলাম মাস্টার বাহিনীর ট্রলারে। থামলাম যখন তখন ভাটা হচ্ছে নদীতে, কমছে পানি। তবুও সরু খালের ভিতরে যতোটা নেয়া যায় তার চেয়েও বেশি ভিতরে ঢুকে পড়লাম আমরা। কাঁদার ওপর দিয়ে ঠেলে ঠেলে নেয়া হলো আমাদের। তারপর গল্প গুজব চললো সারা রাত। ডাকসাইটে দস্যুদলের এক একজন অস্ত্রধারীদের সঙ্গে গল্প করছিলাম আর ভাবছিলাম আমার কাজের শুরুটা বোধ হয় হলো।

সুন্দরবনের জলদস্যুদের নিয়ে আমার চিন্তা ছিলো এক রকম। কিন্তু কাজ করতে নেমে সেই ভাবনায় পরিবর্তন আসতে থাকলো। নেহায়েত সংবাদ করবো? নাকি তাদের সারেন্ডার করাবো? ওরা সবাই ভয়ঙ্কর বনদস্যু। নিষ্ঠুর মানুষ। অথচ কথা বলতে গিয়ে বুঝতে পারছিলাম যে এই জীবন তারা উপভোগ করছে না। গল্প চললো, আড্ডা চললো, সঙ্গে গরম চা, আর…!!

সূর্য ওঠার আগেই চারপাশ আলোকিত হতে লাগলো। থমকে গেলাম আমি। সেই সরু খালের ভিতরে আরও কয়েকটি ট্রলার, ডিঙ্গি নৌকা ১৫/২০টি। সব মিলিয়ে মানুষ একশ’র কম না। এতো মানুষ? প্রশ্ন করতেই পাশ থেকে একজন বললেন সাগর থেকে অপহরণ করে আনা ৫৪ জন জেলেও আছে সেখানে। কিন্তু কে ডাকাত আর কে অপহৃত জেলে সেটা বুঝতে সময় লেগেছিলো। কারণ সবাই দেখি যার যার মতো করে ঘুরে বেড়াচ্ছে, গল্প করছে কিংবা ঘুমাচ্ছে। কাউকেই বেঁধে রাখা হয়নি। অপহৃতদের সঙ্গে কথা বললাম। কারও বাড়ি ভোলা, কারও বা কক্সবাজার। পটুয়াখালী, বরগুনার জেলেরাও আছে সেখানে। রাশ পূর্ণিমার গোন-এ তাদের সাগর থেকে ধরে এনেছে জলদস্যুরা।

ছবিটি ২০১৫ সালের নভেম্বর মাসের। বনের ভিতরে যারা বসে বা দাঁড়িয়ে আছেন তাঁরা সবাই অপহরনের শিকার। সুন্দরবনে এই অমানবিক দস্যুতা এখন অতীত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top