প্রথম দেখলাম দস্যুদের যুদ্ধংদেহী চেহারা | রূপান্তরের গল্প ২৩ | Rupantorer Golpo 23 | দস্যুমুক্ত সুন্দরবন | সুন্দরবনের গল্প | Sundarbaner Goppo | Story of Sundarbans | মোহসীন উল হাকিম | Mohsin Ul Hakim
পান্তরের গল্প ২৩ : প্রায় ৪০ মিনিটের গোলাগুলি। তারপরও আমরা সবাই অক্ষত থেকে গেলাম। তার কারণ সুন্দরবনে দস্যুদের অবস্থান সব সময়ই সুবিধাজনক। সম্মুখ যুদ্ধে তাই ওদের পরাস্ত করা বেশ কঠিন, প্রমাণ পেলাম চোখের সামনে।
কোস্টগার্ড ফিরে যাওয়ার সাথে সাথেই আমরা উঠে দাঁড়ালাম। মিনিট খানেকের মধ্যে তিন পাশ থেকে কুঁই শুনতে পেলাম। “কুঁই” এক ধরণের সংকেত। হরিণের ডাকের মতো ডাক। জঙ্গলে হারিয়ে গেলে ববা ককাউকে খুঁজতে হলে এভাবেই ডাকাডাকি করা হয়। তিন দিক থেকে কুঁই শুনে কোন দিকে যাবো বুঝতে পারছিলাম না। তারপর আমিই কুঁই দিলাম। আমাদের অবস্থান জানতে পেরে আমার নাম ধরে ডাক দিলেন দস্যুনেতা কাদের মাস্টার।
তিনজন উঠে দাঁড়ালাম। ফিরলাম মাস্টারের কাছে। কাছাকাছি সময়ে দলের অন্য সদস্যদের কয়েকজন এগিয়ে এলো। খালে তখন জোয়ার এসেছে। আমাদের অর্থাৎ বেলায়েত সরদারের ট্রলারটি সেখানেই ছিলো। বাঁকী ট্রলার-নৌকাগুলো খালের আগায়।
জানতে চাইলাম আমাদের বাঁকী তিনজন কোথায়? একজন বললো খালের আগায়। খালের আগা মানে সেই খালের শেষ মাথায়, যেখানে সরু হয়ে থেমে গেছে খাল। চিৎকার করে বেলায়েত সরদারকে ডাকলাম। সাড়া পেলাম না। আসলে তারা ডাক শুনেছে। কিন্তু পাশের লোকজন তাদের পাল্টা জবাব দিতে না করেছে। যদি কোস্টগার্ড আমাদের ধরে ডাকায়! দস্যু সরদার মাস্টার ভাই, সোহাগ কয়েক বার ডাকলেন। সাড়া আসলো না।
তখন প্রায় বেলা ১২টা। জোয়ারে ভরেছে খাল। দ্রুত দস্যুদের মূল ট্রলারটি টেনে আনলো কয়েকজন মিলে। আমাদের তিনজনকে তুলে নেয়া হলো। সোহাগ দাঁড়ালেন সুকানিতে। মাস্টার উঠে দাঁড়ালেন মাঝে। বাঁকী দস্যুরা যার যার কেবিনে বসে পজিশন নিলেন।
ইঞ্জিন চালু হলো। সেল্ফ স্টার্ট। মাথায় হেলমেট আর বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে ব্যাক গিয়ারে ট্রলার বের করা হলো খাল থেকে। তারপর একটানে বেরিয়ে পড়লাম নদীতে। বাটলো নদী।
জলদস্যুদের যুদ্ধংদেহী চেহারা দেখলাম সেবার। সবাই অস্ত্র উঁচিয়ে বসা। দ্রুতগামী ট্রলার। বড় নদীতে একটা চক্কর দিয়ে চারপাশ দেখে নিলো তারা। তারপর সোজা ঢুকে পড়লাম ঝাইলোর খালে। সামনে গিয়ে কোনো এক ছোট খালে ঢুকবো আমরা। নিজেরা নিরাপদ হলাম। কিন্তু মন পড়ে থাকলো ঝাইলোর খালে। সেখানে রেখে এসেছি বেলায়েত সরদারসহ আমার টিমের তিনজনকে…!!!